প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৪৯,অপরাহ্ন ১২ জুন ২০১৬ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউপির পাঠানচক গ্রামের প্রবাসী নিয়াজ খানের ছেলে সাজু আহমদ খান( ২৫) বসতঘরে ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবারাত ভোরে কোনো এক সময় এ ঘটনা ঘটে।