না ফেরার দেশে সাজু; ফেসবুকে আর দেখা যাবে না
প্রকাশিত হয়েছে : ১:০৪:৫৩,অপরাহ্ন ১৪ জুন ২০১৬ | সংবাদটি ২০৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: এইচ্এসসি পরীক্ষার্থী সাজু আহমদ খান (২০)। এইচএসসি পরীক্ষা শেষ করার আগেই সে মৃত্যুবরণ করলো। এ বয়সে কোনো কারণ ছাড়া আত্মহত্যা করবে, তা ভাবতে অবাক লাগে। অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত সাজুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন তার বন্ধু-বান্ধব ও আত্মীয়রা । shaju khan নামক ফেসবুক আইডিতে মাঝে-মধ্যে ছবি দিতেন সাজু। সেই সুবাদে দূর ও কাছে থেকে চিনতেন অনেকেই তাকে। কিন্তু না ফেরার দেশে সে চলে যায় গত শনিবার সেইরীর পর কোনো এক সময়। তাও নিজ বসত ঘরে ফ্যানের সাথে গলায় ফাস লেগে।স্থানীয়রা জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান পাঠানচক গ্রামের নিয়াজ উদ্দিন খানের পুত্র সাজু। বাবা সৌদিআরব থাকেন। ৬ভাই-বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে মা-বাবা, ভাই-বোন ও স্বজনের কান্না যেনো থামছে না। ঐ দিন বিকেল ৪টার দিকে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।