জাতীয় সংসদে হুইপ সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ-কানাইঘাটে গ্যাস সংযোগ ও প্রবাসীদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধিত্বশীল কমিশন গঠনের দাবী
প্রকাশিত হয়েছে : ৪:২৭:৫০,অপরাহ্ন ১৪ জুন ২০১৬ | সংবাদটি ১৫৯৬ বার পঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটের উপর বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সকল সংসদ সদস্য কে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ৩,৪০,৫০,৫০৫/= টাকা (তিন কোটি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত পাঁচ টাকা) যা গত অর্থ বছরের তুলনায় ২৫.৭৭% বেশী উল্লেখ করে বলেন এই বাজেট একটি উচ্চাবিলাসী বাজেট।
তিনি আরোও বলেন, ১৬কোটি মানুষের মধ্যে মাত্র ১২লক্ষ মানুষ কর প্রদান করে। যা সর্বমোট জনগনের ১% থেকেও কম। তাই ১৮+ কর্মরত যেমন দিনমজুর, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারী কর্মচারী, রাজনীতিবিদ সহ সকল নাগরিককে কর এর আওতায় আনার আহŸান জানান।
ব্যাংক সেক্টরে এই সরকারের আমলে সাগর চুরি হয়েছে যা মাননীয় অর্থমন্ত্রী সংসদে স্বীকার করেছেন উল্লেখ করে বলেন, শেয়ার বাজার, হলমার্ক, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক কেলেংকারী এদেশের প্রতিটি নাগরিকের জানা। এই মহান সংসদে শতাদিক মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু দেশবাসী হতাশ কোন ব্যবস্থা গ্রহন করা হয় নাই। দুর্নীতি দমন কমিশন শুধু কাগজ এবং পত্রিকার মাধ্যমে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন। তিন বলেন, বিশেষ করে বেসিক ব্যাংকের দুর্নীতি মামলার বেশ কয়েকজন আস্বামীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এবং ধিৎৎধহঃ জারি থাকা সত্বেও তারা বহাল তবিয়তে আছেন। দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে এদেরকে ঢ়ৎড়ঃবপঃরড়হ দিচ্ছে বলে মনে করেন।
বিভিন্ন সময় প্রবাসীরা দেশে আসলে মামলা, হামলা সহ নানা বিড়ম্বনার স্বীকার হন। প্রবাসীরা আমাদের জাতীয় অর্থনীতির চালিকা শক্তি। মাননীয় প্রধান মন্ত্রী আপনি প্রবাসীদেও প্রতি অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে একটি “ উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্যকর প্রতিনিধিত্বশীল কমিশন” ঘটনের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি জোরালো দাবী জানান।
শিক্ষা খাতে বাজেট বাড়ানোর জন্য মাননীয় অর্থমন্ত্রীর প্রতি আহŸান জানিয়ে বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির চাহিদা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রীর কাছে সুপারিশ করলে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন আপনারা সংসদ সদস্যরা সংসদে বলে বাজেট বাড়ান।
তিনি তার নির্বাচনী এলাকা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের প্রধান সমস্য হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কারনে শতশত পরিবার তাদের বসত ভিটা হারাচ্ছে। বাংলাদেশ হারাচ্ছে হাজার হাজার একর জমি যা চলে যাচ্ছে ভারতের মানচিত্রে। নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন হচ্ছে। আমি নদী ভাঙ্গন রোধের জন্য আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলার জন্য দুটি প্রকল্প দিয়েছি। এই দুটি প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই।
জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের প্রাণের দাবী গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জনিয়ে বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কয়েকটি গ্যাসকোপ থাকা সত্তেও প্রতিবেশী উপজেলা জকিগঞ্জ-কানাইঘাট কেন গ্যাস সংযোগ থেকে বঞ্চিত? তিনি কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নটি একটি দ্বীপের মতো উল্লেখ করে বলেন, এই ইউনিয়নে কোন যানবাহন চলাচল করে না এমনকি একটা রিক্সাও চলে না। যে ইউনিযনে শতশত মুক্তিযুদ্ধাদের বাড়ী। এই অবহেলিত ইউনিয়নকে কানইঘাট উপজেলার সাথে সংযোগ প্রদানের জন্য সুরমা নদীর উপর মমতাজগঞ্জ বাজার পয়েন্টে একটি ব্রীজ নির্মাণের জোর দাবী জানান।
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি তার দীর্ঘ ২০মিনিটের বক্তব্যে সিলেটের বিভিন্ন সমস্যা যেমন ঢাকা-সিলেট রাস্তা চারলেনে উন্নতি করন, ঢাকা-সিলেট রেলওয়ে এর উন্নতি করন সহ তার নির্বাচনী এলাকা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের বিভিন্ন সম্যার কথা সংসদে তুলে ধরেন।