জকিগঞ্জে ৫হোটেলকে ৩১হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:২৬,অপরাহ্ন ১৫ জুন ২০১৬ | সংবাদটি ৭৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৫হোটেল ব্যবসায়ীকে ৩১হগাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন থানা পুলিশ। বুধবার বিকেলে লাকী হোটেল (১) ১০হাজার, লাকী হোটেল (২) ৫হাজার, কিসমৎ হোটেল ১০হাজার, কালাম ব্রাদার্স ৩হাজার ও শিপন হোটেলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান খাদ্যে ভেজাল, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাদের জরিমানা করা হয়েছে। বলেন হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে, যাতে কখনো এভাবে খাদ্যে ভেজাল না পাওয়া যায়। কোনো কোনো হোটেলকে ৫০-৬০হাজার টাকা জরিমানা করার কথা থাকলেও পরে কম জরিমানা সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।