জকিগঞ্জ বাজারে বিদ্যুতের ঝুকিপূর্ণ কুটি; হতাহতের আশংকা ব্যবসায়ীদের
প্রকাশিত হয়েছে : ৪:৪১:০২,অপরাহ্ন ১৬ জুন ২০১৬ | সংবাদটি ৭৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারে পুরনো জরাজীর্ণ বিদ্যুতের কুটি পরিবর্তন করছে না পল্লী বিদ্যুতের জোনাল অফিস। এতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ব্যবায়ীরা।
পুরো বাজারে ঝুকিপূর্ণ কুটি দিয়ে চলছে বিদ্যুতের ব্যবহার। অনেক জায়গায় কুটি হেলে পড়েছে। কোথাও কোথা্ও কুটিতে একাধিক ট্রান্সফরমার বিদ্যমান থাকায় ঝুকি আরো বেড়ে গেছে। ব্যবসায়ী হারুনুর রশিদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুশিয়ারা রোডে একটি কুটি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোনো মতে টানা দিয়ে কুটি’টি দাড়িয়ে রাখা হয়েছে। কখন কি হবে, এমন শংকা থেকে আমরা কয়েকজন ব্যবসায়ী লিখিত আবেদন দিয়েছি ডিজিএম’র কাছে। বাস টার্মিনালের কাছে ঝুকিপূর্ণ একটি কুটি রয়েছে। কেছরী (সিএনজি স্টেশন)মসজিদের পাশে আরেকটি কুটি রয়েছে। সব মিলিয়ে পুরো বাজারে বেশ কয়েকটি বিদ্যুতের জরাজীর্ণ কুটি রয়েছে। এসব কুটি অপসারণ করা না হলে যে কোনো মূহুর্তে বিদ্যুতায়িত হয়ে লোকজন হতাহত হতে পারেন। এ ব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটি একাধিকবার ডিজিএমকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। যথাশীঘ্র পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
পল্লী বিদ্যুতের ডিজিএম ইসহাক আলী জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন পুরো বাজারের কুটি ও লাইন সংস্কার করা হবে। ইতোমধ্যে বাজার মনিটরিং করে সকল তথ্য উপাত্ত সিলেটে পাঠানো হয়েছে। সিলেট থেকে তারা এসে এসব সমস্যা দেখেছেন। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে।