এবার থেকেই অষ্টম শ্রেণিতে ‘প্রাথমিক সমাপনী’
প্রকাশিত হয়েছে : ৫:১৬:২২,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবারই তুলে দেয়া হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে নয়, অষ্টম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবারই সেটি শুরু হবে। তবে এর নাম ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ হবে কি না সে সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এসব তথ্য জানান।
গণশিক্ষামন্ত্রী বলেন, এসব সিদ্ধান্ত কার্যকর করতে মন্ত্রিসভার অনমোদন নিতে হবে। আগামী সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানো হবে। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা তুলে দিয়ে অষ্টম শ্রেণিতে কোন নামে সমাপনী পরীক্ষা নেওয়া হবে মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
এবার থেকেই পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা হবে না- এমনটা নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “পদ্ধতিগতভাবে শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাদ হওয়ায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে কি না, এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।”
জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।
মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা।
২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পরের বছর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নেওয়া হচ্ছে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছে।