ভূয়া ফেসবুক আইডি খোলার অপরাধে ৩মাসের জেল দিলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৫৭,অপরাহ্ন ২৪ জুন ২০১৬ | সংবাদটি ২০৮৮৪ বার পঠিত
ভূয়া ফেসবুক আইডি খোলার অপরাধে এক যুবককে ৩মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুল কালাম। মহেশখালীতে বিকাল ৩ টায় থানা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম একাই অভিযান চালিয়ে, (এসি ল্যান্ড মহেশখালী) নামে ভুয়া আইডি খোলে প্রতারণার দায়ে এক যুবক কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ জসিম উদ্দিন। সে বড় মহেশখালীর মধুয়ার ডেইল এলাকার শামসুল ইসলামের পুত্র বলে জানা যায়।
মহেশখালী থানা নির্বাহী অফিসসুত্রে জানা যায়, ফেইসবুকে ভুয়া আইডি খুলে প্রচারণার দায় এবং স্বয়ং সহকারী ভূমি কমিশনারের নামে ফেক আইডি খোলে দেশের প্রচলিত বিধান ভঙ্গ করে,আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার অপরাধে তাকে ইউএনও নিজেই হাতে নাতে গ্রেফতার করে বড়মহেশখালী থেকে।
সুত্র: সময়ের কন্ঠস্বর