শাহবাগ প্রবাসী ট্রাষ্টের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৩৫,অপরাহ্ন ২৪ জুন ২০১৬ | সংবাদটি ৭০৫ বার পঠিত
শাহবাগ প্রবাসী ট্রাষ্টের উদ্যোগে শাহবাগের ঘাটের বাজারে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গতকাল বৃহস্পতিবার করা হয়।
ওলিউর রহমান চৌধুরীর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।মোনাজাত পরিচালনা করেন ঘাটের বাজার জামে মসজিদের ইমাম।
মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি একরাম মিয়া,নাজমুল আহমদ,সাবেক মেম্বার খছরু মিয়া , খায়ররুল আহমদ,জাবেদ চৌধুরী,কলিম চৌধুরী,আশরাফ চৌধুরী,ওলী চৌধুরী,শাওন আহমদ,ইসলাম উদ্দিন, লোকমান হোসেন মুন্না,রাজু আহমদ,ডালু শাহ(আনোয়ার)এবং আরো অনেকে।