বিয়ে না করেও ছেলের বাবা হলেন তুষার কাপুর
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:৫৯,অপরাহ্ন ২৭ জুন ২০১৬ | সংবাদটি ৪৭১০ বার পঠিত
এখনো বিয়ে করেননি বলিউডের অন্যতম কমেডি অভিনেতা তুষার কাপুর। কিন্তু তারপরেও প্রথমবার ছেলে সন্তানের বাবা হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। বিয়ে ছাড়াই দেহবহির্ভূত গর্ভাদান পদ্ধতির(আইভিএফ) মাধ্যমে প্রথম সন্তান লাভ করায় তাকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বলিউড।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, সদ্য প্রথমবারের মত বাবা হওয়ার গৌরব অর্জন করলেন তুষার কাপুর। আধুনিক মেডিকেল টেকনোলোজির মাধ্যমে কোনো নারীর সংস্পর্শ ছাড়াই মুম্বাইয়ের জসলক হাসপাতাল থেকে তুষার কাপুরের প্রথম সন্তান হওয়ার সুসংবাদটি উড়ে আসে। পিতা হওয়ার খবরে উচ্ছ্বসিত তুষার কাপুর।
দেহবহির্ভূত গর্ভাদান পদ্ধতিতে সদ্য জন্ম নেয়া ছেলের নাম তুষার রাখলেন ‘লক্ষ্য’। আইভিএফ পদ্ধতিতে বাবা হওয়ার বিষয়টিকে অসাধারণ আখ্যা দিয়ে তুষার কাপুর চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান। অন্যদিকে দেহবহির্ভূত গর্ভাদান পদ্ধতিতে বাবা হওয়ায় বলিউডের শুভেচ্ছায় ভাসছেন তুষার কাপুর।
এভাবে বাবা হওয়ার বিষয়টিকে স্বাগতম জানিয়েছেন তুষার কাপুরের বাবা-মা। নানতি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারাও। ছেলে তুষারকে অভিনন্দন জানিয়ে তুষারের বাবা-মা জিতেন্দ্র ও শুভা কাপুর জানান, নাতনি লক্ষ্যের জন্মলাভ হওয়ায় খুব বেশি উত্তেজিত আমরা। তুষারের এমন সিদ্ধান্তকে সমর্থন করি। তুষার সত্যিই আমাদের অসাধারণ ছেলে। সে তার প্রমাণ রাখলো দায়িত্ববোধ আর স্বাধীনচেতা ভাব দেখিয়ে। আশা করি সে লক্ষ্যের সবচেয়ে ভালো বাবাই হতে পারবে।
অন্যদিকে ‘আইভিএফ’ পদ্ধতির পরিচালক ডক্টর ফিরোজা পরিখও অভিনেতা তুষার কাপুরের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, এরআগেও আমরা ‘আইভিএফ’ পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছি। অসংখ্য নারী পুরুষ এখন এভাবে বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ করছেন। কিন্তু পাবলিক ফিগার হিসেবে তুষার কাপুর এটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এতে নিশ্চয় ভবিষ্যতে অনেকেই সিঙ্গল ফাদার হতে উৎসাহি হবে।