ঈদে বাড়ি ফেরা নিয়ে শংকায় জকিগঞ্জবাসী;; প্রতিদিন ঘটছে ৪-৫টি দূর্ঘটনা
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:১৭,অপরাহ্ন ০১ জুলাই ২০১৬ | সংবাদটি ৫৫৫৫ বার পঠিত
মোঃ আলম উদ্দিনঃ আর মাত্র ক’দিন পরেই চাঁদ ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসবে কিন্তু প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা নিয়ে এখনও শঙ্কা কাটেনি জকিগঞ্জবাসীর। সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ সহ মোট ৫টি উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন উপজেলা থেকে জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির নাম সিলেট-জকিগঞ্জ রোড। তাছাড়া জেলা শহর থেকে সবচেয়ে দূরর্বর্তী উপজেলা জকিগঞ্জের মধ্য দিয়ে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন থাকায় এ সড়কটির গুরুত্ব আরও বারিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে এক একটি বড় বড় গর্ত হয়ে মরন ফাঁদে পরিণত হয়েছে। যান চলাচলের অনুপযোগী এ সড়কটিতে গাড়ি বিকল হয়ে প্রতিদিনই ঘটছে প্রাণহানির মত ৪-৫টি দূর্ঘটনা।
সরজমিনে দেখা যায়, গোলাপগঞ্জ উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের সামন, বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার, কাকুরা ব্রীজের দু মুখে শাহগলি বাজারের পূর্ব হইতে শাহবাগের রাস্তার বিভিন্ন জায়গায়, কানাইঘাট উপজেলার সড়কের বাজার, কটালপুর, জকিগঞ্জ উপজেলার আটগ্রাম, মরিচা যাত্রী ছাউনির পশ্চিমে ব্রীজের পশ্চিমে, কালিগঞ্জ বাজারের পূর্ব কলাকুটা থেকে চেক পোষ্ট, সোনাসার ব্রিক ফিল্ডের সামনে, আমলশীদ, শরিফগঞ্জ, গঙ্গাজল, বাবুর বাজার, থানা বাজার, জকিগঞ্জ পৌরসভার ভিতরে সড়কের গর্তের কারণে চরম দূর্ভোগের মধ্য দিয়ে গন্তব্যে পৌছাতে হয় মানুষকে। জকিগঞ্জের সর্বস্তরের মানুষের একটি বড় অংশ রয়েছেন সিলেট শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার কেউ কেউ কর্মস্থল জকিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ফিরবেন। সড়কের এ দুর্দশা অব্যাহত থাকলে ঈদে নিরাপদে বাড়ি ফেরা কঠিন হয়ে যাবে ঘরমুখো মানুষের।
জেলা শহর থেকে ৯১কি.মি. জকিগঞ্জের মেইন এ সড়কটির গর্ত গুলো দীর্ঘদিন থেকে সংস্কার না করায় বর্তমানে বর্ষা মৌসুমে এর অবস্থা আরো বয়াবহ হয়ে পরেছে। ইদানিং অল্প বৃষ্টিতে গর্তে গাড়ি আটকে প্রায়ই রাস্তা ব্লক হয়ে যানযটের সৃষ্টি হচ্ছে। যা থেকে চালকের দূর্ভোগ সহ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হচ্ছে। তাছাড়া জকিগঞ্জে উন্নতমানের কোন চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীদের নিয়ে সিলেট শহরে পৌছাতে হিমশিম খেতে হচ্ছে মানুষদের। তীব্র ঝাঁকুনি আর মাঝেমধ্যে সড়ক ছেড়ে পাশের খাদে যাওয়ার মতো বিপজ্জনক হয়ে যায় গাড়িগুলোর চলাচল। সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন, সংশ্লিষ্ট বিভাগে স্মারক লিপি প্রদান সহ ভুক্তভোগী অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি জানালেও কোন ব্যবস্থানেনি সংশ্লিষ্ট বিভাগ।
এ বিষয়ে সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুল মুহিম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কমকে জানান, রাস্তার এমন অবস্থার কারণে প্রতিদিন দূর্ঘটনা সহ ঘন ঘন গাড়ি বিকল হচ্ছে। যেখানে প্রতিদিন সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় ২০০টি বাস চলাচল করতো আজ সেখানে ১৫-২০টি গাড়ি চলছে। এতে আমরা ড্রাইভার ও মালিকরা উভয়ই ক্ষতির সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে আমরা একাধিকবার সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করলেও এখন পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়নি। এ কারণে ঈদের মৌসুমে গাড়ি মালিক ও ড্রাইভাররা এমন ক্ষতি পোষাতে না পেরে সংশ্লিষ্ট বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।