জকিগঞ্জে প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫দিন ব্যাপি ইসলামী শিক্ষার প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:০২,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ৬০১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ নাগরিক শিক্ষা ও সচেতন ফাউন্ডেশন (জনাশিস) এর উদ্যোগে ১৫দিন ব্যাপি ‘’ইসলামী মৌলিক শিক্ষা কোর্স’’ সম্পন্ন হয়েছে। পৌরশহরের পুরাতন কোর্ট (বাস স্টেশন) জামে মসজিদে এ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষণ দেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফুর। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজল শহীদ আহমদ। অর্থ পরিচালক নজমুদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, ইসলামী মৌলিক শিক্ষা অর্জন করা সকল মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞানার্জন করা উচিত উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।ভবিষ্যতে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি ছিলেন জিএমসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত খান, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সংগঠক মুছলেহ উদ্দিন সুহেল ও ফখরুল ইসলাম। কোর্সে অংশগ্রহণকারিদের প্রত্যেককে একেকটি আতর তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। আতর গুলো স্পন্সর করেন রাজু আতর মহল দোকানের মালিক রেজাউল করিম রাজু।