‘জানি না বাঁচমু না মইরা যামু’
প্রকাশিত হয়েছে : ৬:২৫:০৪,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ১০২১ বার পঠিত
গুলশানে রেস্টুরেন্টে জিম্মি ঘটনা নিয়ে স্টাটাস দিয়েছেন ওই রেস্টুরেন্টের কুক দীন ইসলাম রাকিব। স্টাটাসে তিনি লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করেন, জানি না বাঁচমু না মইরা যামু।’
শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জিম্মিদশা থেকে এমন স্ট্যাটাস দিয়ে তিনি দোয়া চেয়েছেন বন্ধু ও স্বজনদের কাছে।
স্ট্যাটাসের সঙ্গে একটি ফটোগ্রাফও পোস্ট দিয়েছেন ‘ও কিচেন’ নামে রেস্টুরেন্টের ওই কুক।
ও কিচেন ও হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হাতে রাত সাড়ে ৮টা থেকে জিম্মি হয়ে রয়েছেন রাকিবসহ ২০ থেকে ২৫ জন দেশি-বিদেশি গ্রাহক। ছবিতে রাকিবসহ মোট পাঁচ যুবককে খালি গায়ে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। তবে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
শুক্রবার রাতে কয়েকজন অস্ত্রধারী গুলশান ২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কে একসঙ্গে অবস্থিত ‘ও কিচেন’ ও ‘হলি আর্টিজান’ নামের রেস্টুরেন্টে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।
এ ঘটনায় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম। এতে আহত হন পুলিশসহ অন্তত ২৫ জন।
সুত্র: কালেরকন্ঠ
– See more at: http://www.kalerkantho.com/online/national/2016/07/02/376931#sthash.0p8Run1v.GEGnScHn.dpuf