যুব সংহতি নেতা সুহেলের ইফতার মাহফিলে আব্দুস শহিদ লস্কর বসিরসহ জাপা নেতারা
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:০১,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গেছুয়া জামে মসজিদে স্থানীয় যুব সংহতি নেতা রুহুল আমীন সুহেলের (বাবুর্চি) সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লস্কর বসির, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ চৌধুরী, জেলা উলামা পার্টির সভাপতি আব্দুল আজিজ সিরাজী, উপজেলা যুব সংহিতর আহ্বায়ক, সমাজসেবক মো: জালাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুর রহিম, জাপা নেতা শামীম আহমদ মেম্বার, আবুল হারিছ, আব্দুল আহাদ, হাছান আহমদ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রুহুল আমিন, তরুণ সংগঠক বদরুল হক তাপাদার ছাড়াও এলাকার মুরব্বী, যুবকসহ সর্বস্থরের বিপুল সংখ্যক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের প্রধান অতিথি আব্দুস শহিদ লস্কর বসির আয়োজক রুহুল আমিন সুহেলের উদ্যোগকে ধন্যবাদ জানান।