জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা)’র পক্ষ থেকে ২শ দরিদ্রকে ঈদ সামগ্রী প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:২০,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ১১৪৬ বার পঠিত
আমেরিকায় বসবাসরত জকিগঞ্জীদের সংগঠন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) ইঙ্কের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার জকিগঞ্জের পৌর এলাকার ২০০ গরীব অসহায় পরিবারের সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণের এ মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন। পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশলের অধ্যক্ষ জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) ইঙ্কের শুভার্থী কর্নেল(অব) নাজমুল ইসলাম, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, মানবাধিকার সংগঠক প্রকৌশলী লোকমান আহমদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল, দেলোয়ার হোসেন নজরুল, সাংবাদিক বদরুল হক খসরু, আল মামুন, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, আল হাসিব তাপাদার, পৌরসভার প্রধান সহকারী মো: মনিরুজ্জামান, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, আইটি বিশেষজ্ঞ আনিসুর রহমান সাকেল, শাবির শিক্ষার্থী শাহনেওয়াজ চৌধুরী রাহাত, শিক্ষক কবির আহমদ, হাফিজ রাহাত আহমদ প্রমুখ। বক্তারা জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) ইঙ্কের উদ্যোগকে স্বাগত জানা্ন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০০ পরিবারের সদস্যদের হাতে চাল, তেল, ময়দা, চিনিসহ ঈদ খাদ্য সামগ্রী বিতরণী করা হয়। এ উপলক্ষে বিকালে উপজেলা কমপ্লেক্সের সামনে আনন্দঘন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। খাদ্য সামগ্রী পেয়ে আন্দন্দিত দরিদ্র ঐসব মানুষেরা। তারা বলেন, যাদের টাকায় পণ্য দেওয়া হয়েছে, তাদের আল্লাহ বেশি করে যেনো টাকা আয়ের ব্যবস্থা করে দেন। সেই দোয়া করেন তারা। সংস্থার সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী জানান, পৌর এলাকায় ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে আমেরিকা প্রবাসী জকিগঞ্জীদের মহৎ কাজ শুরু হলো। আগামী ঈদুল আজহা পর্যন্ত আরো কিছু কাজ করবে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) ইঙ্ক। অরাজনৈতিক সমাজসেবামূলক এ সংস্থার সভাপতি হচ্ছেন আবিদুর রহমান। সভাপতি আবিদুর রহমানের কারণেই সংস্থার কার্যক্রম সক্রিয় হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের সংস্থার কাজ এগিয়ে যাচ্ছে।সংস্থাটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে আগামীতে কাজ করবে বলে উদ্যোক্তারা জানান।
পৌরসভা মিলানায়তনে বিশিষ্টজনদের সম্মানে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ(আমেরিকা) ইঙ্কের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।