ঈদের মার্কেটে রাতের জকিগঞ্জ
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৫৫,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
ঈদ এখন দোরগোড়ায়। একেবারেই শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে ব্যস্ত জকিগঞ্জবাসী। নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই নতুন জুতা বা স্যান্ডেল এবং মহিলাদের শাড়ি বা জামার সঙ্গে মিলিয়ে মালা, দুল আর চুড়ির কেনাকাটা হচ্ছে প্রচুর। জকিগঞ্জে দিন-রাত মিলে সমান তালে চলছে ঈদের বাজার। জকিগঞ্জ বাজারের আল মজিদ শপিং কমপ্লেকস, মসজিদ মার্কেট, কুশিয়ারা রোডের দোকান গুলো ছাড়াও বেশ কয়েকটি দোকানে ক্রেতাদের ভির লেগেই আছে। সোমবার উপচে পড়া ভিড় ছিল মার্কেটজুড়ে, ছিল কেনাকাটায় উৎসবপূর্ণ আমেজ। দোকানিরা সকাল হতে সেহরী খাওয়ার আগ পর্যন্ত ব্যবসা করছেন। উপজেলার কালিগঞ্জ ও শাহগলী বাজারসহ ছোট-বড় অনেক বাজারে ঈদের কেনাকাটা চলছে।