লাকী হোটেলের মালিক শফিকুল হকের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:৩৪:৫২,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ১২১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ ব্যবসায়ী, জকিগঞ্জ জামে মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি, খলাছড়া গ্রাম নিবাসী, জকিগঞ্জ বাজারের লাকি হোটেলের মালিক হাজী শফিকুল হক (৮৬) সফই মিয়ার জানাযা মঙ্গলবার বেলা ২টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহীদ আহমদ কামালী, মরহুমের পুত্র কামাল আহমদ ও জামাল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুসহ ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী জানাযায় অংশ নেন। পরে মরহুমের মরদেহ কেছরী (পশ্চিম) জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।