টমটম খাদে; ১০যাত্রী আহত
প্রকাশিত হয়েছে : ২:০২:৩৫,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ৫১১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সোনাসার বাজারের সন্নিকটে একটি টমটম খাদে পড়ে যায়। এতে ১০যাত্রী আহত হন। আহতদের মধ্যে দেব উত্তর গ্রামের ময়নুল হকের (৪০)অবস্থা আশংকাজনক। তার হাতে ভেঙ্গে যায়। শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা স্থানীয় রাবয়ো খাতুন জেনারেল হাসপাতালে দেয়ার পর, দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা হলেন পিল্লাকান্দি গ্রামের হাওয়ারুন নেছা (৩০), হাসিতলা গ্রামের রাবিয়া, ছবির আহমদ। বাকিদের নাম পাওয়া যায়নি। টমটম চালক জ্যোতির্ময়ের কাছ খেকে জানতে চাইলে জকিগঞ্জ বার্তাকে কিছু না বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। দেখা যায়, টমটম পড়ে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করেন। যাত্রীরা জকিগঞ্জ বার্তাকে জানান, ৫জনের পরিবর্তে ১২জন গাড়িতে বহন করা হচ্ছে। গাড়ির ক্যাপাসিটি কতটুকু সে চালক জানে না। আমাদের প্রত্যেকের শরীরের নানা স্থানে জখম হয়েছে। বাজার থেকে কেনা পণ্য গুলো খালের মধ্যে চলে গেছে। যাক আমরাতো বাচতে পেরেছি। অদক্ষ চালকের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।