সাড়ে ৩শ মানুষের এতেক্বাফ মুন্সীবাজার মসজিদে
প্রকাশিত হয়েছে : ২:৪০:৫১,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট নয়, দেশের বিভিন্ন প্রান্থ থেকে শায়খ আব্দুল গফফার মামরখানী র. প্রতিষ্ঠিত জকিগঞ্জের মুন্সীবাজার মাদ্রাসার সন্নিকটে মসজিদে সাড়ে ৩শ মানুষের এতেক্বাফ চলছে। ক্বোরআন তেলাওয়াত, জিকির আজকার, তসবিহ তাহলীল, দোয়া-দুরুদে ব্যস্ত মুসল্লিরা। প্রায় ৩৩বছর ধরে চলছে সিলেট বিভাগের সব চেয়ে বড় এতেক্বাফের এ মাহফিল। মামরখানী র ছাহেব জাদা মাওলানা আব্দুল হান্নান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, দানকৃত টাকায় সকলের খাবার দেওয়া হয়। এখানে সরকারি চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষক, প্রবাসীসহ সর্বস্থরের মানুষ এতেক্বাফে রয়েছেন। সকলের জন্য আমাদের বড় ভাই মাওলানা আব্দুস ছাত্তার ছাহেবের ব্যবস্থাপনায় খাবার পরিবেশন করেন। প্রতিদিন সূচি অনুযায়ী শায়খুল হা্দীস আল্লামা মুকাদ্দাস আলী, কিশোরগঞ্জের জামেয়া এমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা শফিকুর রহমান বয়ান ও নানা বিষয় অবগত করছেন।
খানকায়ে মাদানিয়া, গফফারিয়া, চিশতিয়া ফয়জে আম মুন্সীবাজার এর অন্যতম পরিচালক আল্লামা শফিকুর রহমান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৫সালে এটি প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৭৫সালে মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মাহমুদ হোসাইন ও আমি শুরু করেছিলাম। পরে ১৯৮৫সালে ছোট্র একটি মসজিদে খানকাহ শুরু হয়। অবশেষে বড় মসজিদ নির্মাণ করে ওখানেই এতেক্বাফ এবং খানকাহ অনুষ্ঠিত হয়। ২০০২সালে শায়খ মামরখানী ছাহেবের ইন্তেকালের পর শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী হুজুর খানকাহ পরিচালনা করছেন।