দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৩৯,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ২৩৪৩ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট : জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে অবস্থিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসা শাখার মাসব্যাপী পবিত্র কোরআন শরিফ সহি শুদ্ধ ভাবে পড়ানোর পর গত ২৮ রমজান রোজ সোমবার বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র শাখার সভাপতি মাহবুবুর রব সাহেবের সভাপতিত্বে শাখার নাজিম মাওলানা আব্দুন নুর সাহেবের সঞ্চালনায় খামিছ জমাতের ছাত্র রাহেল আহমদ এর কেরাত পাঠ ছালিছ জমাতের ছাত্রী তাহেরা বেগমের নায়াতে রাসুল সঃ পরিবেশন ও সুজাউল করিমের মুর্সিয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার ও প্রধান ক্বারী জনাব মাওলানা ফারুক আহমদ সাহেব,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, হাফিজ হেলাল আহমদ।
উপস্থিত ছিলেন,অত্র শাখার সদস্য ফারুক আহমদ চৌধুরী,অত্র শাখার শিক্ষক ক্বারী মাওঃ হারুনুর রশীদ,ক্বারী আছাদ উদ্দিন,ক্বারী হানিফ আহমদ।
বিদায়ী ছাত্র/ছাত্রী জমাতে সূরা হতে খামিছ পর্যন্ত প্রত্যেক মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষ থেকে প্রদান করা হয়।