দুই হাজার গরীব মানুষের মাঝে সোনাসারের আজিজ মেম্বারের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৪৮,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বারঠাকুরী ইউপির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ব্যক্তিত্ব আব্দুল আজিজ দুই হাজারের অধিক গরীব মানুষের মাঝে ঈদ (খাদ্য) সামগ্রী বিতরণ করেছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে স্থানীয় নয়াবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। আল মানার একাডেমীর ব্যবস্থাপনা কমিটির পরিচালক সারওয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য দেন প্রেসক্লাব কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ইউপি সদস্য মো: আজিজুর রহমান, ফয়ছল আহমদ, সুনাম উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন সংগঠক মাহবুবুর রহমান, আবিদুর রহমান, প্রবাসী সুলতান আহমদ। বক্তারা বলেন, আব্দুল আজিজ প্রতিকুল অবস্থার পরও গরীব মানুষকে সেবা থেকে বঞ্চিত করেননি। প্রতি বছর ন্যায় এবারও ইউপির ৯টি ওয়ার্ডের গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আব্দুল আজিজ জানান, মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমৃত্যু মানুষের সেবা করতে চাই। যখনই কেউ সমস্যা নিয়ে আসেন, সে সমস্যা লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকে। আমি মনে করি, সমাজের বিত্তবান মানুষেরা প্রতিটি গরীব পরিবারের পাশে দাড়ানো উচিত। প্রতিটি ঈদ, দিবস, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ নানা প্রকার সহযোগিতা দিয়ে আসছি। আমি প্রচার চাই না, তবে বৃহত্তর স্বার্থে এটি করতে হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।