জকিগঞ্জ জামে মসজিদে এতেক্বাফরতদের ইফতার দিয়েছে কলেজ ছাত্ররা
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:০৯,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এতেক্বাফরত, প্রতিবন্ধি, দরিদ্রসহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত ১শ মুসল্লিকে ইফতার দিয়েছে জকিগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ১৫-১৬শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
ইফতারের আয়োকরা হলেন, ইমন, হুসেন, সিজান, মারুফ, এজাজ, জুনেদ, সাকিব, ইমরান, লাবিব, মাসুদ, টিপু, সাজু, জামিল, ফরহাদ, সিজান, কামরুল, নাসের, হামিদ, আকমাম, ইমরান, আফনান, নজরুল প্রমূখ। আয়োজকরা জানান, আমরা চাই মানবতার কল্যান। দরিদ্র মানুষকে সহযোগিতা, শিক্ষার উন্নয়নে আমাদের চেষ্টা আগামীতে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।