‘’বন্ধন’’র মানবিক উদ্যোগ এবং একই রংয়ের পাঞ্জাবি-পায়জামা পরিধান করে দর্শনীয় স্থান পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৩৬,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সেবা, বিনোদন ও ভালোবাসার প্রতয় নিয়ে ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘’বন্ধন”’। সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের আগেরদিন ঈদ সামগ্রী দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার ঈদের দিন বেলা আড়াইটার দিকে একই রংয়ের পাঞ্জাবি ও পায়জামা পরিধান করে সংগঠনটির সদস্যরা ভালোবাসার ‘’বন্ধন’’ এ আবদ্ধ হয়ে বেড়াতে যান। পৌর এলাকার কাস্টমঘাট (কুশিয়ারা নদীর তীর), সামাদ বাগান বাড়ি, সুরমা কুশিয়ারা নদীর সংযোগস্থল বরাক মোহনা, লেখক, গবেষক শিতালঙ্গ শাহ র. মাজার জিয়ারত। প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকনের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে অনেক ছবি তোলা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসার কিছুক্ষণ আগে বরাক মোহনায় মতবিনিময় সভায় মিলিত হয় ‘’বন্ধন’’র বন্ধুরা। ‘’বন্ধন’’র সভাপতি মো: জুলকারনাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. হাবিবুল্লাহ মিসবাহের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না। অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ব্যবসায়ী নাজিম উদ্দিন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়েছ আহমদ মিনু, হাসান স্বজন, প্রবাসী সুলতান আহমদ, কাওছার আহমদ, জাকারিয়া আহমদ, শহিদুল হক রাজু, জয়নাল আবেদীন, আবুল হাসান, আহমেদ আজাদ, সাইদুল ইসলাম, সজিব, মো: শাফি, কৌশিক রায়, শিব্বির আহমদ, ফয়ছল আহমদ, জাকির আহমদ, জাবেদ আহমদ, আনওয়ার হোসেন, রাসেল আহমদ প্রমূখ। সভায় স্বেচ্ছায় রক্ত দানসহ সকল ভালো কাজে অংশ নেওয়ার অঙ্গিকার করেন উপস্থিত সকলেই। মো: জুলকারনাইন ও ডা. হাবিবুল্লাহ মিসবাহ জানান, গেলো কয়েক বছর ধরে আমরা কয়েকজন বন্ধু একত্রিত হয়ে এমন কর্মসূচি পালন করি। ধারাবাহিকভাবে প্রতি বছর আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন। প্রথমে শুধু মাত্র এক রংয়ের পাঞ্জাবি-পায়জামা পরিধান করতাম। কিন্তু এ বছর থেকে সুবিধা বঞ্চিত শিশুদের বস্ত্র ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ (খাদ্য) সামগ্রী প্রদানের মাধ্যমে মানবিক উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতে আরও বেশি মানবতার কল্যাণে কাজ করবে ‘’বন্ধন’’ এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উদ্যোক্তাদ্বয়।