ইনামতি স্টুডেন্ট এসোসিয়েশনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৩৫,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৬ | সংবাদটি ৯০৪ বার পঠিত
মোঃজামিল আহমদ: সন্ধ্যার পর বাজারে ঘুরাঘুরি নয় পড়ার সময় ফেসবুকিং নয়” এই প্রতিপাদ্য নিয়ে ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর ইউনিয়ন অফিস বাজারের লতিফ ফার্নিচারের সামনে ইনামতি স্টুডেন্ট এসোসিয়েশনের ঈদ পৃন:মিলনী ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসোসিয়েশন এর সভাপতি মোঃজামিল আহমদের সভাপতিতে ও হাসান আহমদ খান এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জুনেদ আহমদ।বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক কাওছার আহমদ,শিক্ষক মাওঃশামিম আহমদ,মাওঃহুমায়ুন কবির বাবর,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র,মাওঃশফিকুর রহমান আর ও বক্তব্য রাখেন তাজুল ইসলাম,শিক্ষক কামরুজ্জামান কার্যকরি কমিটির মধে্য বক্তব্য দেন জুবায়রুল হাসান, সাব্বির আহমদ,সুহেল পারভেজ,মাহবুবুর রহমান মুহিব, ইয়াহিয়া আহমদ,সাদিক আহমদ,তামিম আহমদ। উপস্তিত ছিলেন ফজলুর করিম,সাদী আহমদ চৌধুরী,মিজান,বাপ্পন,শাহজাহান,আহসান,সাহেদ,মাজেদ,জাকারিয়া,মামুন,কামরুল,মাছুমসহ প্রমুখ।