আল ইসলাহ নেতা আজির পাশার শয্যাপাশে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৩০,অপরাহ্ন ১১ জুলাই ২০১৬ | সংবাদটি ১০২৩ বার পঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ও শাহজালাল লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশাকে দেখতে শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে যান আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এসময় তিনি আজির পাশার শয্যাপাশে বসে তাঁর শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফ উদ্দিন, কেন্দ্রীয় সদস্য দুলাল আহমদ, সোহায়িল আহমদ তালুকদার তাঁর সাথে ছিলেন।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে তাকে রাগীব-রাবেয়া হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর শারিরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।