মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু: অবশেষে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:২৬:১১,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে আব্দুল বাছিত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অবশেষে রাতে মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ভরণ সুলতানপুর গ্রামের পার্শ্ববর্তী খালে। জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে বাড়ির অদূরে অবস্থিত খালে জাল নিয়ে মাছ ধরতে যান বাছিত। সন্ধ্যা নাগাদ বাড়ি না পৌছায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোজাখুজির পর রাত ৮টার দিকে মৃতদেহ খালে পড়ে থাকতে দেখেন। মাত্র হাটু পানি থেকে মৃতদেহ উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী।
মৃতের ভাগনা মাহবুবুর রহমান সুজেল জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহের কান ও পায়ে কিছুটা আঘাতের দাগ ছিল। মামা ছিলেন টমটম চালক। স্ত্রী ও ২পুত্র সন্তান রয়েছে তার। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় মোকাম মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের নিকটাত্মীয় মাওলানা আতিকুর রহমান।