জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশে থাকতে পারে না, জকিগঞ্জে মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:১৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৬ | সংবাদটি ৬৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৪ নং খলাছড়া ইউপির ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী, যুবলীগ, ও ছাত্রলীগের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে হামিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৭ নং ওয়াডের বিশিষ্ট মুরব্বী ইব্রাহীম আলীর সভাপতিত্বে ও পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জালালাবাদ গ্যাস লি: এর সাবেক পরিচালক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। তিনি বক্তব্যে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশে থাকতে পারে না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দল-মত নির্বিশেষে সকলে মিলে একটি সফল ও কার্যকর বাংলাদেশ গঠন করবো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান (সাবেক) ইকবাল আহমদ চৌধুরী একল,জকিগঞ্জ যুবলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু. সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, সদস্য আমিনুল ইসলাম চৌধুরি শিমুল, আব্দুল আহাদ।
বক্তব্য দেন উলজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন,আফসার খান, আব্দুস সাত্তার,আহমেদ নাসির,আনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা হোসেন আহমেদ,জামিল আহমেদ, বাসিত আহমেদ, দেলোয়ার খান,নাহিদ হাসান, ছয়ফুর রহমান,কামরুল হাসান প্রমূখ।