ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ছাত্রদের জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:৩২:৩৭,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৪৪৯২ বার পঠিত
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের আর্থিক সহযোগীতায় জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের গরীব অসহায় ছাত্রদের মধ্যে আজ সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দীন। জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্র হাম্মাম সাদির। ফুলতলী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক বাবর হোসাইন চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদ আলী, জকিগঞ্জ প্রবাসী ঐক্য সহ-সভাপতি রাজস বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক আবুল হাসান বেলাল, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য আব্দুল হান্নান রুবেল, শিক্ষক শুসান্ত ময় শর্মা, সংগঠক মেহেদি হেলাল প্রমূখ।