জেনে নিন জকিগঞ্জ উপজেলার ভোটার সহ বিভিন্ন তথ্য……
প্রকাশিত হয়েছে : ২:০১:০১,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ২৬৮৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। ৭৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। আজ রোববার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে। যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তায় এলাকাগুলোতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা টহল দিতে শুরু করেছেন।
আচরণবিধি প্রতিপালন ও বিশৃঙ্খলা রোধে মাঠে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট ৪জন। প্রতিটি কেন্দ্রে ২/৩জন পুলিশ ও ১০জন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে পুলিশের ১০টি টিম থাকবে। এছাড়া অ্যাডিশনাল এসপি ও থানার অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে আরও দু’টি টিম প্রস্তুত থাকবে। সব মিলিয়ে পুলিশের ২৩০জন সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জকিগঞ্জ বার্তাকে জানিয়েছেন অ্যাডিশনাল পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ তৎপর থাকবে। নির্বাচন রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হারুন মোল্লা জকিগঞ্জ বার্তাকে জানান নির্বাচনে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন রয়েছেন। সম্পূরকসহ মোট ভোটার ১লক্ষ ৫৪হাজার ৪শ ৮২। নির্বাচনে বুথ থাকবে ৩৫৫টি, প্রিসাইডিং অফিসার থাকবেন ৭৭, সহকারি প্রিসাইডিং অফিসার থাকবেন ৩৫৫ ও পোলিং অফিসার থাকবেন ৭১০জন।
আগামীকাল নির্বাচনী এলাকা হিসেবে জকিগঞ্জ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত গণ পরিবহন পরে বাকি সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জকিগঞ্জ পৌরসভা ১১৩৯০
বারহাল মোট ভোটার ২১৫৬৮
বিরশ্রী মোট ভোটার ১৬২০৯
কাজলসার মোট ভোটার ১৭৭১৫
খলাছড়া মোট ভোটার ১৩২৬৬
জকিগঞ্জ মোট ভোটার ১০৬৭৭
সুলতানপুর মোট ভোটার ১৬২৮৭
বারঠাকুরী মোট ভোটার ১৪৬৩৮
কসকনকপুর মোট ভোটার ১৩২৩১
মানিকপুর মোট ভোটার ১৯৫৩৯
সর্ব মোট ১৫৪৫২০