আগামী কাল থেকে শুরু হচ্ছে ক্বোরআন শিক্ষা উন্নয়ন বোর্ডের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৩৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
কুরআন শিক্ষা উন্নয়ন বোর্ড জকিগঞ্জ পৌরসভা’র উদ্যোগে, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠ পাঠদান ও শিশুদেরকে বিশুদ্ধ ক্বুরআন তেলাওয়াতে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১২, ১৩, ১৪ ও ১৫ নভেম্বর-২০১৯ ঈসায়ী, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ৪দিন ব্যাপি এক জরুরী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এতে নসিহতমুলক বক্তব্য পেশ করবেন
আল্লামা মুক্বাদ্দস আলী, শায়খুল হাদীস মুন্সিবাজার মাদ্রাসা।
প্রশিক্ষণ প্রদান করবেনঃ
১। হযরত মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম- উপ পরিচালক: ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ।
২। হযরত মাওলানা এনায়াতুল্লাহ (বি বাড়িয়া)- কেন্দ্রীয় প্রশিক্ষক: নাদিয়াতুল ক্বুরআন বোর্ড।
৩। হযরত মাওলানা সাজ্জাদুর রহমান- সিনিয়র প্রশিক্ষক: নাদিয়াতুল ক্বুরআন বোর্ড।
★ প্রশিক্ষণের স্থানঃ জামিয়া ইসলামিয়া ছায়ীদিয়া (মাইজকান্দী) জকিগঞ্জ।
★ সময়ঃ প্রথম ৩দিন বাদ মাগরিব হতে রাত ১০ টা পর্যন্ত এবং শেষ দিন (শুক্রবার) বিকাল ৩ টা হতে প্রশিক্ষণ শুরু হবে।
★ আগ্রহী প্রশিক্ষণার্থীগণ আগামী ১২ নভেম্বর বিকেল ৫ ঘটিকার পুর্বে নাম নিবন্ধন করতে হবে।
★ প্রশিক্ষণের দিনগুলোতে সকল প্রশিক্ষণার্থী প্রতিদিন অবশ্যই মাইজকান্দি মাদ্রাসা মসজিদে মাগরিবের সালাত আদায় করে প্রশিক্ষণ স্থলে উপস্থিত থাকতে হবে।
★ প্রয়োজনীয় খাতা-কলম সাথে নিয়ে আসতে হবে।
* উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পৌর শহর ও আশ-পাশের মসজিদ সমুহের সকল ইমাম ও মুয়াজ্জিন ও ধর্মীয় প্রাইভেট টিওটরগণ অংশ গ্রহনণ করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা যাচ্ছে।
আহ্বায়ক
১। মাওলানা বিলাল আহমদ ক্বাসেমী
সভাপতি
২। মাওলানা আব্দুর রাহীম
প্রশিক্ষণ সম্পাদক