সাংবাদিক আরিফকে গ্রেপ্তার ও কারাদণ্ড বিধিসম্মত হয়নি : তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৩৫,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ২৭০ বার পঠিত
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে গ্রেপ্তার ও শাস্তি প্রদান বিধিসম্মত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রামে একজন সাংবাদিককে যেভাবে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে অন্যত্র কোর্ট বসিয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমার দৃষ্টিতে এটি কোনোভাবেই বিধিসম্মত হয়নি। অ্যাটর্নি জেনারেল ইতিমধ্যে তার বক্তব্যে এভাবে মধ্যরাতে অন্যত্র কোর্ট বসানো যায় না বলে মতামত ব্যক্ত করেছেন।
হাছান মাহমুদ বলেন, ‘ডিসি হোন বা অন্য কর্মকর্তা হোন, যেই হোন, তিনি যদি আইনবহির্ভূত কাজ করে থাকেন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ সময় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজ-খবর করছে।’