- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- পল্লীবন্ধুর প্রতিটি কাজ বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে
পল্লীবন্ধুর প্রতিটি কাজ বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে
প্রকাশিত হয়েছে : ২:২৫:২২,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০২১ | সংবাদটি ২৫৯ বার পঠিত
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ বলেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের জাতীর বৃহত্তর কথা চিন্তাকরে প্রতিটি কাজ করেছেন। এরশাদ হচ্ছেন উপজেলা পরিষদ পদ্ধতির প্রবর্তক। তাঁর আমলে মানুষ উপজেলার সুফল ভোগ করেছেন। তিনি আরো বলেন পল্লীবন্ধু যুবকদের জন্য যুব কল্যাণ ট্রাষ্ট গঠন করেছিলেন। পল্লীবন্ধুর প্রতিটি কাজ বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে।
গতকাল বারহালের শাহগলীতে জাতীয় যুব সংহতি জকিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রবীণ জাতীয় পার্টি নেতা তমিজ মিয়ার সভাপতিত্বে যুব নেতা সালেহ আহমদ সাবুর পরিচালনার বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, যুবনেতা দেলোয়ার হোসেন, আলমাছ উদ্দিন,আলী আহমদ,হাসানুল আলম হাসনু, বারহাল ইউনিয়ন যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, বিরশ্রী ইউনিয়ন যুগ্ম আহবায়ক আহছান আহমেদ, আলী হোসেন, খলাছড়া ইউনিয়ন সিনিয়র সদস্য নুমান আহমদ, জকিগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক পানু মিয়া, সুলতান পুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম,বারঠাকুরি ইউনিয়ন আহবায়ক আব্দুল আজিজ, কসকনকপুর ইউনিয়ন এর পক্ষে আবু সুফিয়ান,মানিকপুর ইউনিয়ন এর পক্ষে হাফিজ শরিফ উদ্দিন, রাসেল আহমদ, রতনগঞ্জ ইউনিট শাখার আহবায়ক আব্দুল মুমিন মুন্না, জাপানেতা নজির আহমদ,আব্দুল আহাদ, আব্দুস সালাম, মোস্তফা মিয়া, সাবেক ছাত্রনেতা মায়াদ আহমদ জাহেদ, লিটন আহমদ, মারুফ আহমদ, মাসুদ আহমদ প্রমুখ।
পরে মো.আলী আহমদ কে আহবায়ক মায়াদ আহমদ জাহেদ কে যুগ্ম আহবায়ক ও সালেহ আহমদ সাবুকে সদস্য সচিব ঘোষণা করা হয়।