- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে-হাফিজ মজুমদার এমপি
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে-হাফিজ মজুমদার এমপি
প্রকাশিত হয়েছে : ২:৫২:৫০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০২১ | সংবাদটি ৩৩০ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে যুগ যুগ ধরে সহানুভূতি-সহনশীলতার চর্চা করছেন সাধারণ মানুষ। ধর্মে-ধর্মে বিভেদ নয়, সম্প্রীতি রক্ষা করেই চলতে হবে। সম্মান প্রদর্শন করতে হবে অন্য নাগরিকের ধর্মের প্রতিও।
শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার স্পর্শকাতর ঘটনার জেরে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে সহিংসতার ঘটনায় স্থানীয়দের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পরে মানিকপুর ইউনিয়ন কমপ্লেক্স ও ক্ষতিগ্রস্ত শহীদ মিনার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, কালিগঞ্জ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ছালিক আহমদ তাপাদার, মানিকপুর ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল কিবরিয়া চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী মানিক, আব্দুল হাই, রিলন চৌধূরী, সজল কুমার বর্মন, আহমদুল হক চৌধূরী বেলাল, সওদাগর সেলিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নদীর এপারে যারা সংখ্যালঘু, ওপারে তারাই সংখ্যাগরিষ্ঠ। এক রাষ্ট্রের মানুষ হিসেবে কাঁধে-কাঁধ রেখে কোন কুচক্রী মহলের ফাঁদে পা না দিয়ে ধর্মীয় সহাবস্থান ধরে রাখতে প্রত্যেককে সচেতন থাকতে হবে। প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করারও তাগিদ দেন তারা। পরে উপজেলার একাধিক জায়গায় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন হাফিজ আহমদ মজুমদার এমপি।
প্রসঙ্গত, কুমিল্লার একটি অনাকাঙ্ক্ষিত ও স্পর্শকাতর ঘটনার জের ধরে বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ বাজারে মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে মিছিল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ী ভাঙচুর করে। তান্ডবে ক্ষতিগ্রস্থ হয় কালিগঞ্জ বাজারস্থ শহীদ মিনার। গুরুতর আহত হন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা উদ্দিন।
এই ঘটনার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের মধ্যে শান্তি-সম্প্রীতি ও দায়িত্বশীল আচরণ কামনা করে কর্মসূচি পালন করেছে একাধিক সংগঠন।