জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:৪৩:২৯,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২১ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র মো রাফির (০৭) মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিগ্রামের বাবুল হোসেনের পুত্র। রোববার দুপুর অনুমান ১ টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের হানিগ্রামে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্র হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, নিহত মাদ্রাসা ছাত্রের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।