- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে প্রবাসী আবুল হাসনাতের দাফন সম্পন্ন
জকিগঞ্জে প্রবাসী আবুল হাসনাতের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৪৫:০১,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২১ | সংবাদটি ৫২০ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ব্রাজিল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের আবুল হাসনাত ব্রাজিল মারা যাওয়ার পর রোববার সন্ধ্যা ৬ টায় মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। বিমানবন্দরে প্রয়োজনীয় কাজ শেষে সোমবার সকালে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসার পর স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।
এর পর সকাল সাড়ে ১০ টায় সুলতানপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। জানাযায় সর্বস্থরের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
তিনি পিতা মাতা, এক ভাই, স্ত্রী, একমাত্র ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু ও শুভার্থী রেখে গেছেন। তরুণ এই সমাজকর্মী ও সংগঠকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ব্রাজিলে হার্টঅ্যাটাকে মারা যান আবুল হাসনাত।
স্থানীয় প্রবাসীগণ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ব্রাজিল শাখার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে পৌঁছায়।