জকিগঞ্জ মুক্ত দিবস পালিত; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জকিগঞ্জ মুক্ত দিবস পালিত; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৫৩,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২১ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জাতীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, শোভাযাত্রা, শান্তি-সম্প্রীতি মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার জকিগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দেশের প্রথম মুক্তাঞ্চল এটি। ১৯৭১ সালের ২১ নভেম্বর শত্রু মুক্ত হয় সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জ।পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন জানান, দেশব্যাপী যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জকে শত্রু মুক্ত করার শপথ নেন মুক্তিযুদ্ধ পরিচালনাকারি নেতৃবৃন্দ। ১৯৭১ সালের ২০ নভেম্বর রাতে যৌথ বাহিনীর এক সাঁড়াশি সশস্ত্র অভিযানের ফলে ২১ নভেম্বর ভোরে মুক্ত হয় জকিগঞ্জ। মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ছিল ৪নং সেক্টরের অন্তর্ভূক্ত। অধিনায়ক ছিলেন মেজর চিত্ত রঞ্জন দত্ত। সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী ছিলেন এই সেক্টরের বেসামরিক উপদেষ্টা।দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পৌরসভার সাবেক মেয়র খলিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিউল আলম মন্নার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মুুুুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আকরাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, পৌরসভা কৃষকলীগের সভাপতি কামরুল ইসলাম মিন্টু, সাবেক কাউন্সিলর ময়নুল হক রাজু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মুকুুল, প্রবাসী ঐক্য পরিষদের তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি নূরুল আমিন, পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম, সুহেল আহমদ সহ অনেকেই। সভায় বক্তারা বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।