ধর্ষণ মামলার আসামী ধরতে জকিগঞ্জ থানার ওসি’র অভিনব কৌশল
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৩২,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ১৩১২ বার পঠিত
জকিগঞ্জে আসামি ধরতে এবার ওসি অভিনব কৌশল অবলম্বন করেছেন। জকিগঞ্জ থানা পুলিশ রীতিমতো ‘কৃষক’ সেজে ধর্ষণ মামলার আসামি কাজী গিয়াস উদ্দিন (৩২) কে তার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাজী গিয়াস উদ্দিন জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, কাজী জসিম উদ্দিন একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে অত্যন্ত চালাক ও দূরন্ত প্রকৃতির হওয়ায় আসামি নিজেও গ্রেফতার এড়াতে অনেক কৌশল অবলম্বন করে। পুলিশ ও চৌকিদার তার এলাকায় ঢুকলেই সে পোলাতক হয়ে যায়। সে কিছু সোর্স তৈরি করে এলাকায় থাকতো। এমন সংবাদ পেয়ে আমরাও পুলিশি কায়দায় না গিয়ে একটু ভিন্নভাবে কৃষক সেজে এলাকায় প্রবেশ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি
আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।