বাহরাইনে জকিগঞ্জের কবির উদ্দিনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:৩৪:৩৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২২ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেধকঃ জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শহিদাবাদ গ্রামের বশারতআলীর ছেলে বাহরাইন প্রবাসী কবির উদ্দিন (৫০) গত রাত বাহরাইনে ইন্তেকালকরেন। ইন্না–লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন।
বাহরাইন থেকে এক প্রবাসী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানান, গত রাতসোমবার রাত সাড়ে ১২টার সময় তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন। বর্তমানেতার মৃত দেহ বাহরাইনের সালমানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ দিকেতার মৃত দেহ দেশে পাঠানোর পক্রিকা চলছে।