পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজের) দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সিদ্দিকুর রহমান সুজনকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহাদুল ইসলাম ছদিওলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা রয়েছে।
সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন জকিগঞ্জের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়মুখী করার উদ্দেশ্যে এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্য গঠিত সংগঠনটি কাজ করে জকিগঞ্জকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যয়দ্বীপ্ত পুসাজ।