জকিগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩১,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ২৪৬ বার পঠিত
জকিগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন
জকিগঞ্জ প্রতিনিধি:
২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি উদযাপিত হচ্ছে।
প্রতিবারের ন্যায় এ বছরও সিলেটের জকিগঞ্জে নানা আয়োজনে স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন হয়েছে। কাস্টমস কর্মকর্তা, কর্মচারী ও আমদানিকারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস, বিএসএফ ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তারা ভারতীয় কাস্টমস, বিএসএফ ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের মিষ্টিও উপহার দেন।
এড়াও জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে বিজিবি ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরে আমদানী রফতানীকারকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় কাস্টমস কর্মকর্তার দিকনির্দেশনায় জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন এ আয়োজন করে। এ সময় বাংলাদেশের জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আবদুর রউপ ও ভারতীয় কাস্টমসের সুপারেন্ডেন্ট হেমংকর রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।