জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শুকুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত হয়েছে : ১০:১৪:১০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৩ | সংবাদটি ২৫ বার পঠিত
জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শুকুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ষাইটশৌলা গ্রাম নিবাসী, বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১ টার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ুন।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার বেলা ২টা ১০ মিনিটের সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলীর জানাযার আগে থানার একদল চৌকশ পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আব্দুল মুহিত সহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।