জকিগঞ্জে স্কুল ছাত্র পাবেলকে আলহাজ্ব আব্দুল মতিন ট্রাস্টের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ১২:১১:৫৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৬৭ বার পঠিত
জকিগঞ্জে স্কুল ছাত্র পাবেলকে আলহাজ্ব আব্দুল মতিন ট্রাস্টের আর্থিক সহায়ত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির
ছাত্র পাবেল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর পরিবারের আর্থিক অসঙ্গতি থাকায় সকলের কাছে সহযোগিতা কামনা করেছিলেন। এটি জেনে মানবিক সহায়তায় এগিয়ে আসেন লন্ডন প্রবাসী, আলহাজ্ব আব্দুল মতিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, শষ্যকুড়ি গ্রামের মো. আকতারুজ্জামান। তাঁর পক্ষ থেকে সোমবার রাতে তানিম আহমদ পাবেলের বাবা মো.কুটন মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় সাংবাদিক এনামুল হক মুন্না, শিক্ষক ওয়াহিদ আহমদ, ছাকিব আহমদ সুবেল, মাজেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব আব্দুল মতিন ট্রাস্টের প্রতিষ্ঠা হয় ২০০৪ সালে। এটি শুরুর পর থেকেই অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা অব্যাহত রেখেছে। বন্যা, করোনা সংকট সহ বিভিন্ন দূর্যোগে এই ট্রাস্ট ব্যাপক কাজ করে প্রশংসিত হয়েছে।