- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে -ইউএনও আফসানা তাসলিম
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে -ইউএনও আফসানা তাসলিম
প্রকাশিত হয়েছে : ৮:৫২:১১,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৮৮ বার পঠিত

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে
-ইউএনও আফসানা তাসলিম
জকিগঞ্জ প্রতিনিধি
চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির বরণ ও বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা তাসলিম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরও সমমানের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি কাউছার আহমেদ। সিনিয়র শিক্ষক মো. বুরহান উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ মো. ফরিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মো. কুতুব উদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ মনসুর আলম, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আফজল হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য পারভেজ আহমদ, আবুল কালাম, আব্দুল বাতিন, তৌহিদুর রহমান, আব্দুস ছুবহান, মুরব্বি আবুল কালাম, মাহতাব উদ্দিন সহ মাদ্র্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে নবগঠিত কমিটির সদস্যদের বরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ।