- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ-রূপা উদ্ধার
জকিগঞ্জে ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ-রূপা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:১০:০৭,অপরাহ্ন ০১ মার্চ ২০২৪ | সংবাদটি ৯৬ বার পঠিত
জকিগঞ্জে ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ-রূপা উদ্ধার
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৬ ডাকাতকে ডাকাতির সরঞ্জাম, একটি প্রাইভেট কার গাড়িসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সম্প্রতি জকিগঞ্জের লামারগ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারে বুধবার রাতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে থানার ওসি মো. জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী পুলিশ নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার থানা এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান করে ডাকাতির ঘটনায় জড়িত জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের সিরাজুল ইসলাম মুছার ছেলে মো. মাজাহারুল ইসলাম শাহরিয়া শাওন (২৫), সুলতানপুর ইউপির ঘেছুয়া গ্রামের আজমল আলী ওরফে আজম্মুলের ছেলে জাহেদ আহমদ জিহাদ (৩৩), বারঠাকুরী ইউপির কাশিরচক গ্রামের জামাল আহমদ জাবুর ছেলে রমজান আহমদ (২৭), একই গ্রামের শিহাব উদ্দিনের ছেলে জাবের আহমদ (২২), বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত জহির আলী আজিবের ছেলে সেলিম আহমদ শাহিন (৪১), ওসমানী নগর থানার পূর্ব তিলপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাব্বির আহমদ (৪৫) কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ব্যবহৃত যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র, একটি প্রাইভেট কারগাড়ি ও লুণ্ঠিত মালামালের মধ্যে একটি স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ৭/৮ টি করে মামলা রয়েছে। এরআগে মঙ্গলবার আন্দপুর গ্রামের আব্দুল্লাহ নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।