এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের সম্মেলনে আব্দুল কারীম চেয়ারপার্সন ও আবুল হাসনাত চৌধূরী সেক্রেটারি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৩৭,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব গম্ভীর পরিবেশে পূর্ব লন্ডনের জামেয়াতুল উম্মাহ সেন্টারে বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের অংশ গ্রহনে গঠিত ঐতিহাসিক সংগঠন এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন মাওঃ হেলাল উদ্দীন আহমাদের সভাপতিত্ত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল কারীমের পরিচালনায় সকাল ১০টায় শুরু হওয়া প্রোগ্রামে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিয ছালেহ আহমাদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন লন্ডন মুসলিম সেন্টারের ইমাম ও খতিব হাফিয মাওলানা আবুল হোসাইন খান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান আল– মাদানী ও মাওলানা সাদিকুর রহমান। সকাল বারটা হতে সোয়া তিনটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারগণ। আগামী ২বছরের জন্য(২০১৬–২০১৮) সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারপার্সন নির্বাচিত হোন মাওলানা আব্দুল কারীম। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি মাওলানা এ বি এম হাসান,জেনারেল সেক্রেটারি পদে মাওলানা আবুল হাসনাত চৌধূরী,সহ জেনারেল সেক্রেটারি মাওলানা শাহ রেদওয়ানুর রহমান, ট্রেজারার পদে মাওলানা সালেহ আহমদ ভুইয়া, সহ ট্রেজারার মাওলানা আব্দুল আহাদ নির্বাচিত হোন। এছাড়াও নব নির্বাচিত চেয়ারপার্সন, সেক্রেটারি জেনারেল ও ট্রেজারারের পরামর্শের মাধ্যমে নিম্ন বর্ণিত কমিটি গঠিত হয়। চেয়ারপার্সন মাওলানা আব্দুল কারীম,সিনিয়র সহ সভাপতি মাওলানা এ বি এম হাসান, সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান,মাওলানা দেলোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত চৌধূরী,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ রেদওয়ানুর রহমান, মাওলানা আব্দুল খালিক শাহেদ, ট্রেজারার মাওলানা ছালেহ আহমাদ ভূঁইয়া, সহকারী ট্রেজারার মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি কাজী মাওলানা মো. নাসির উদ্দীন, সহ প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা শেখ রুম্মান আহমদ, অফিস সেক্রেটারি মাওলানা জাবির আহমদ,এডুকেশন সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ,সোসিয়েল ওয়েলফেয়ার সেক্রেটারি কারী শেখ মনোয়ার হোসেন,ট্রেনিং সেক্রেটারি মাওলানা নুফাইস আহমদ, ইসি সদস্য হাফিজ মওলানা নাসির উদ্দীন আহমাদ, হাফিজ আব্দুল হক। উল্লেখ্য যে, নব নির্বাচিত চেয়ারপার্সন মাওলানা আব্দুল কারীম সিলেটের জকিগঞ্জ উপজেলার মামরখানী গ্রামের খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল গাফফার রহ. এর ছেলে এবং খেলাফত মজলিস ইউকে শাখা ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বায়তুলমাল সম্পাদক ও লন্ডনস্থ বায়তুল মামুর একাডেমীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত চৌধূরী সিলেট জেলার কানাইঘাটের কৃতি সন্তান, সিলেট আলীয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দীস মাওলানা আব্দুল মালিক চৌধূরীর ছেলে ও লন্ডনস্থ দারুল উম্মাহ মাসজিদের ইমাম।