অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৫৭,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ৪৩১ বার পঠিত
সংবাদ দাতাঃ বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১০ই সেপ্টেম্বর ২০২২, শনিবার বিকাল ৫.৩০ ঘটিকায় লাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। অষ্ট্রেলিয়া বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ এফ এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ ফারুক খান।
উদযাপন কমিটির সদস্য সচিব আবুল হাসান অনুষ্ঠান সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ফেরদৌস অমি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলু গাজীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগতবক্তব্য প্রদান করেন ডঃ মনিরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- অন্তরর্জাতিক সম্পাদক এবং বিএনপি অন্তরর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হক৷ সভায় আরও বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মনিরুল হক জর্জ, ডাক্তার আব্দুল ওয়াহাব, ইয়াসির আরফাত সবুজ,জাহিদুর রহমান,মশিউর রহমান তুহিন, আসাদুল হক বাবু, আবিদা সুলতানা, সেলিম লকিয়ত, আব্দুল মতিন উজ্জ্বল এবং আইপিডিসির খালেদ সাইফুল্লাহ ।
সভায় আরও উপস্থিত ছিলেন আসরাফুল ইসলাম, নজরুল ইসলাম নাফিস, খাজা দাউদ হোসেন,সাইফুল ইসলাম , খন্দকার আব্দুল হক, আনোয়ার হোসেন, আরিফ তাহির, আবুল কালাম মানিক, মোঃ মোতাহার, হাসি