মদিনা হামলায় মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
মুসলিমদের অন্যতম পবিত্রস্থান সৌদি আরবের মদিনা নগরীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় একত্রিত হয়েছে মুসলিম বিশ্ব। এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের নেতারা। মদিনার মসজিদে নববীতে চির নিদ্রায় শায়িত রয়েছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।
সোমবারের এই আকস্মিক ঘটনায় বিস্মিত ও আহত মুসলিমরা নিজেদের মধ্যকার শত পার্থক্য সত্ত্বেও একাত্মা হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে। বিশ্ব নেতা, রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার।
মদিনায় নবীজির মসজিদের অদূরে একটি আত্মঘাতী বোমা হামলা করা হলে ৪ জন নিরাপত্তাকর্মী নিহত এবং আরও ৫ জন আহত হন। মদিনা হামলার আগে সৌদি আরবের আরও ২টি শহর জেদ্দাহ ও কাতিফে বোমা হামলা হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ৩টি বোমা হামলাকে পবিত্র স্থান, সময় ও নিরীহ মানুষের বিপরীতে ঘৃণ্য কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এছাড়া মুসলিম বিশ্বের কিছু প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হল-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ এই হামলার নিন্দা জানিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলিমদের একত্রিত হওয়ার আহবান করেছেন।