দরিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২:১৮:১২,অপরাহ্ন ২২ মার্চ ২০২১ | সংবাদটি ২৬৫ বার পঠিত
জকিগঞ্জের দরিয়াপুর গ্রাম নিবাসী,ব্যবসায়ী মো.নজরুল ইসলাম (৫০) রোববার রাত অনুমান আট টার দিকে আকস্মিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন। সোমবার বেলা এগারটার সময় দরিয়াপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে। স্বজন ও পরোপকারী নজরুল ইসলামের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।