- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
জকিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:১৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০২১ | সংবাদটি ২৬৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুুুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর,
সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা ছাাত্রলীগে সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী। অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
০১ নভেম্বর ২০২১