
- জকিগঞ্জের কসকনকপুরে ৫০০ পরিবারে নগদ অর্থ বিতরণ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর হিউম্যাটেরিয়ান ফান্ডের অর্থায়নে এফআইভিডিবির বাস্তবায়নে সোমবার ৮ নং কসকনকপুর ইউনিয়নে এ বছর বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৪৫০০টাকা করে প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী , ৮ নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন লস্কর , সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি মো. তাজমুল ইসলাম, এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর সুশান্ত কুমার দাস, সূচনা প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন প্রমুখ।