১৬ কোটি জনসংখ্যার দেশে ৯ কোটি ৯৯ লাখ ভোটার
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:২০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০১২ বার পঠিত
হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনদের যোগ করে ও মৃতদের বাদ দিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৯ লাখ। এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান। আর বছর জানুয়ারিতে যোগ হওয়া নতুন ভোটারের সংখ্যা প্রায় ৪৪ লাখ ৩৩ হাজার।
রোববার ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, বর্তমানে দেশের মোট ভোট সংখ্যায় নারী ও পুরুষের অনুপাত সমান সমান। ৩১ জানুয়ারি মোট ভোটার দাঁড়িয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে।
প্রসঙ্গত, ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন নতুন ভোটারের মধ্যে পুরুষ ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন, নারী ২১ লাখ ২৩২ জন। ২০১৫ সালের হালনাগাদের সময় ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। হালনাগাদের আগে মোট ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৬২ লাখ ১ হাজার ৪৯৭ জন।
সুত্র: বাংলা মেইল